স্বপ্নচোর.....
স্বপ্নচোর
এম এইচ রাজা
মায়াবী অাখিঁ
উল্কার মতো ধ্রুপদী চাহনি
হরিণীর মতো চঞ্চল
কাপাকাপা শিতিকণ্ঠ
একদৃষ্টে অামার অামিকে
শীতল স্রোতে ভেসে নিয়ে যায় স্বপ্নের দেশে।
অানমনে ভেবে যায়
কখনো যদি তাঁরে পায়।
জল্পনা কল্পনা অথবা ইচ্ছে সব
জৈষ্ঠের খরা তাপে চৌচির সব,
কোকিল ডাকা ফাগুনে
বর্ষার অঝোর বর্ষনে
ঔসব মগ্নতা বর্ষার প্লাবনে ভেস্তে যায়।
জানালাই উঁকি দিয়ে সব
ভোরবেলাই কুয়াশার মতো জড়িয়ে রাখি
একফোঁটা শিশির অথবা হেমন্তের পাখি।
হিমেল শুভ্রজ্যোৎস্নার বাতাসে মৃদ হাসি
শতসহস্র সংখ্যা স্বপ্নদর্শনে
অজস্রবার বলেছি ভালোবাসি ভালোবাসি এবং ভালোবাসি।
কবিতা১২৫
No comments