আবার ও যুদ্ধ হবে
"আবার ও যুদ্ধ হবে"
এম এ কাসেম
কি পাওয়ার কথা ছিল,
কি তোমরা পাবে?
এভাবে চলতে গেলে,
আবারও যুদ্ধ হবে।
রাত পোহাতেই ছুটছে সবাই, একটু আয়ের আশায়।
বিশ্বাস করতে পারছে না কেহ, আসবে ফিরে বাসায়।
এমন দিনটি আসবে এবার,
ভাবছে কেহ কি কবে?
এমন যদি চলতে থাকে,
আবারও যুদ্ধ হবে।
এক ডাকেতে সাড়া মিলছে,
ঝাঁপ দিয়েছে মাঠে,
এখন কারা পরিচয় দিচ্ছে, মুজিবের কোটে?
মুজিবের ডাকে কারা যুদ্ধ করেছে? এখন করছে কারা লুট?
জাতির সামনে বেশ ধরেছে, পরছে মুজিব কোট।
No comments