Header Ads

বর্ষাকালে পানি উঠেছে কৃষক ভাইয়ের ক্ষেতে

"সোনালি ধান"
রবিন মহাজন

ধান বুনেছে,ধান বুনেছে,
কৃষক ভাই ধান বুনেছে,
হরিণ ডাঙার মাঠে।
বর্ষাকালে পানি উঠেছে
কৃষক ভাইয়ের ক্ষেতে।

কি করি ভাই, কি করি?
আঁটি কেটে পথ গড়ি।
স্রোত ধারায় জল নামে
কৃষকের মুখে হাসি পানে।

সোনালি রঙের ধান দেখে
কৃষক ভাই মাঠের ধূলি মাখে।
মনটা খুশিতে আত্মহারা
সকলের মুখে হাসিতে ভরা।।

কবিতা ১০৫



রবিন মহাজন।
পিতার নাম- মিলন মহাজন।
মাতার নাম- রত্না মহাজন।
ফেঁজারাম মহাজনের বাড়ি, মানিকপুর।
এইস এস সি, দ্বিতীয় বর্ষ (বিজ্ঞান শাখা)
ফটিকছড়ি কলেজ

No comments

Powered by Blogger.