ভাবিনি এভাবে চলে যাবে বাবা,ও বাবা.......
আব্বু
ইমরান উদ্দিন
বন্ধু মোরশেদুল হাসান মামুন কে উৎসর্গ করলাম অামার এই ছোট্ট প্রয়াশ।
কেমন আছ ওপারে আমাদের করে একা?
ভাবিনি কখনও এভাবে চলে যাবে
বাবা,ও বাবা
এখন কে করবে আদর,স্নেহ আর খারাপ কাজে বকাঝকা?
যেই মানুষ গুলা তুমি থাকতে তাকাইনি কোনদিন চোখ তুলে,
সেই মানুষ গুলোই আজ কথা বলে তোমার খোকার দিকে আঙ্গুল তুলে,
বাবা, ও বাবা
কেবলই তুমি নাই বলে!
সবাই বলত চাচা জেটুরাই নাকি বাবার দ্বিতীয় ছায়া
বাস্তবে যে হারায় সেই বুঝে এরকম কিছুই নাহ,সব কেবলই মিথ্যে মায়া
বাবা,ও বাবা
কেন আমার মা আজ এত অসহায়া?
যখন তুমি ছিলে সব ছিল,তুমি স্বপ্নদ্রষ্টা
তোমার খোকা আজ নষ্ট, সেই পথভ্রষ্ট,
ঈদের নামায শেষে সবাই যাই বাবাকে সালাম করতে
বাবা,ও বাবা
আমি যাই তোমার কবর জিয়ারতে।
কুরবানি ঈদে গরু জবেহ দিবে সবাই মিলেমিশে,
ছোটভাই শাউনকে আমি শান্তনা দিব কিসে?
আমার ও কষ্ট হয়,কাঁদতে ইচ্ছে করে, চিৎকার করে
বাবাগো, ও বাবা
কেন চলে গেলে ওপারে
প্রতিদিন গভীর রাতে বাবা তোমায় মনে পরে,জানি আসবেনা আর ফিরে?
এরকম ই লিখনি ছিল আমার তকদিরে,দোষ দিব আমি কারে?
বাবা তোমায় দেওয়া কষ্ট গুলাই,আমায় দিও ক্ষমা করে,
বাবা, এই বাবা
বিধাতার কাছে চাইছি শুধু তুমি ভাল থেক ওপারে!
ভাই তুর কষ্ট গুলা চোখ এ দেখেও কখনোই কোন উপকার করতে পারিনাই,তবে ভালবাসি অনেক হয়ত আমার নিজের কোন ভাই নেই,যদি থাকত তাহলে সেইটা নিশ্চয় তুই হতি।আমার এই লিখনীতে যদি কষ্ট পেয়ে থাকিস ভাই মাফ করে দিস।
কোন ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিস।
আল্লাহ আনকেল কে জান্নাতুল ফেরদৌস নসিব করুক,আমিন
নামঃ ইমরান উদ্দিন
পিতাঃ অাহমদ হোসেন।
বাড়িঃ পল্লান পাড়া, মধ্য কাঞ্চন নগর।
সাবেক সাধারণ সম্পাদক, কাঞ্চন নগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা, অাল হীল শাখা।
ইমরান উদ্দিন
বন্ধু মোরশেদুল হাসান মামুন কে উৎসর্গ করলাম অামার এই ছোট্ট প্রয়াশ।
কেমন আছ ওপারে আমাদের করে একা?
ভাবিনি কখনও এভাবে চলে যাবে
বাবা,ও বাবা
এখন কে করবে আদর,স্নেহ আর খারাপ কাজে বকাঝকা?
যেই মানুষ গুলা তুমি থাকতে তাকাইনি কোনদিন চোখ তুলে,
সেই মানুষ গুলোই আজ কথা বলে তোমার খোকার দিকে আঙ্গুল তুলে,
বাবা, ও বাবা
কেবলই তুমি নাই বলে!
সবাই বলত চাচা জেটুরাই নাকি বাবার দ্বিতীয় ছায়া
বাস্তবে যে হারায় সেই বুঝে এরকম কিছুই নাহ,সব কেবলই মিথ্যে মায়া
বাবা,ও বাবা
কেন আমার মা আজ এত অসহায়া?
যখন তুমি ছিলে সব ছিল,তুমি স্বপ্নদ্রষ্টা
তোমার খোকা আজ নষ্ট, সেই পথভ্রষ্ট,
ঈদের নামায শেষে সবাই যাই বাবাকে সালাম করতে
বাবা,ও বাবা
আমি যাই তোমার কবর জিয়ারতে।
কুরবানি ঈদে গরু জবেহ দিবে সবাই মিলেমিশে,
ছোটভাই শাউনকে আমি শান্তনা দিব কিসে?
আমার ও কষ্ট হয়,কাঁদতে ইচ্ছে করে, চিৎকার করে
বাবাগো, ও বাবা
কেন চলে গেলে ওপারে
প্রতিদিন গভীর রাতে বাবা তোমায় মনে পরে,জানি আসবেনা আর ফিরে?
এরকম ই লিখনি ছিল আমার তকদিরে,দোষ দিব আমি কারে?
বাবা তোমায় দেওয়া কষ্ট গুলাই,আমায় দিও ক্ষমা করে,
বাবা, এই বাবা
বিধাতার কাছে চাইছি শুধু তুমি ভাল থেক ওপারে!
ভাই তুর কষ্ট গুলা চোখ এ দেখেও কখনোই কোন উপকার করতে পারিনাই,তবে ভালবাসি অনেক হয়ত আমার নিজের কোন ভাই নেই,যদি থাকত তাহলে সেইটা নিশ্চয় তুই হতি।আমার এই লিখনীতে যদি কষ্ট পেয়ে থাকিস ভাই মাফ করে দিস।
কোন ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিস।
আল্লাহ আনকেল কে জান্নাতুল ফেরদৌস নসিব করুক,আমিন
নামঃ ইমরান উদ্দিন
পিতাঃ অাহমদ হোসেন।
বাড়িঃ পল্লান পাড়া, মধ্য কাঞ্চন নগর।
সাবেক সাধারণ সম্পাদক, কাঞ্চন নগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা, অাল হীল শাখা।
No comments