বিয়ের খায়েস.......
বিয়ের_খায়েস
এম, এ কাশেম
হঠাৎ করে মনে ধরল,
করব আমি বিয়ে।
মা বলল- বিয়ের জন্য,
লাগবে আড়ি ইয়ে।
বিয়ে করলে ইয়ে লাগবে,
ইয়ে মানে টাকা।
ইয়ের জন্য বিদেশ যাব,
কথা বার্তা পাকা।
ধার-দেনায় চলে গেলাম,
সুদূর মরুর দেশে।
কাজে কর্মে দিন কাটাচ্ছি,
কুলি মজুর সেজে।
আড়ি আড়ি টাকা পাটাই,
সুদ হচ্ছে না দেনা।
মোটা অংকের টাকা ছাড়া,
দেশে যাওয়া মানা।
যাচ্ছে বছর গুনছি দিন,
মন্দ হাতের রেখা।
আয়না দেখি দুই ধারে,
কিছু চুল পাঁকা।
বিয়ের খায়েস আয়েশ করে,
পায়েশ বানাই খেলাম।
চির জীবন কুমার হয়ে,
একাই রয়ে গেলাম।
কবিতা ১২৬
No comments