Header Ads

তুমি ঘুমিয়ে থাকবে কতকাল........

"ঘুম থেকে জেগে উঠ"
       মুহাম্মদ ইফতিয়ার ফয়েজ

হে মুসলিম বিশ্ব তুমি ঘুমিয়ে থাকবে আর কতকাল,

তুমি কি দেখনা তোমার ভাইয়ের রক্তে আজ সিরিয়ার ভূমিলাল,
তুমি ঘুমিয়ে থাকবে কতকাল।

তুমি কি শুনতে পাওনা তোমার মজলুম ভাইয়ের হাহাকার,
তুমি কি দেখনা সিরিয়ার ভূমিতে তোমার ভাইয়ের রক্ত নিয়ে করছে হলি খেলা,

দাওনা মজলুম ভাইয়ের পক্ষে জিহাদের ডাক।

ঘুম থেকে জাগবে কবে হে মুসলিম বিশ্বের নেতা,
ঘুমিয়ে থাকবে আর কতকাল

পরকালে দিবে জাওয়াব কি যখন করবে তোমার মজলুম ভাই আল্লাহর দরবারে নালিশ।

দাওনা জিহাদের ডাক মজলুমের পক্ষে,
জালেমদের বিরুদ্ধে,দাওনা জিহাদের ডাক।


কবিতা ১০৯

মুহাম্মদ ইফতিয়ার ফয়েজ
পিতা মৃত হাজী মুহাম্মদ লোকমান
পূর্ব উকিল বাড়ী কাঞ্চন নগর
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম
অর্থনীতি ও ব্যাংকিং ডিপার্টমেন্ট

No comments

Powered by Blogger.