Header Ads

তাই আমার মন ভাল নেই.........



"ভাল নেই মিথ্যা রাজ্যে"
                     এম এইচ রাজা


ভুল শুনিয়ে ভুল বুঝেছে, দিল মিথ্যা অপবাদ!
মিঠিয়ে  দিতে চাইলে কি অার পাওয়া যায় সৎ স্বাদ।

তাই আমার মন ভালো নেই, সমাধান নয় সুস্পষ্ট
দুশ্চিন্তারা সব বেঁধেছে দানা, কেমনে ঢাকি কষ্ট?

সত্যি আমি ভালো নেই, থাকা হবে না আর ভালো
বাঁচিবার নেশা নিঃশেষপ্রায় ফুরায়েছে সব আলো।

আকাশ তাদের শূন্যতা কি আমার চেয়ে বড়?
এর চেয়েও যে বড় মেঘ, হৃদয়ে আমার আরো,
কখনো তাতে বৃষ্টি ঝরে, কখনো হয় ঝড়
সুখগুলোও কখনো উড়ে উড়ে খুঁজে ফেরে তার অাপন ঘর।

ব্যর্থতা আমার নিজের কাছে, ব্যর্থতা শত সত্যকাজে, হৃদয় যেন আটকে গেছে মানবতার  এক ট্রাফিকজ্যামে,

এই সমাজে ভালোবাসা নেই,মানবতা নেই, নেই
 প্রিয়জন, তাই সংসারও আজ ত্যাজ্য, ছেড়ে যাব তাই জীবিতদের এই বহু আকাঙ্ক্ষিত মিথ্যা রাজ্য।

কবিতা ১০৮

হাসান রাজা
মধ্য কাঞ্চন নগর
ফটিকছড়ি চট্টগ্রাম  

No comments

Powered by Blogger.