কষ্ট আর কত জাগবি
"কষ্ট"
জিয়াউল হক
আবৃত্তি শ্রাবণী দে
কষ্ট আর কত জাগবি
আর কত নির্ঘুম রাত আমায় রাখবি।
কষ্ট এই দেহের রক্তের ক্ষণিকায় আছে মিশে
প্রতিনিয়ত আসে যায় শ্বাস প্রশ্বাসে।
উপর নিছে ডানে বামে কষ্ট ঘুরে বেড়ায়
ঘুরে ফিরে প্রতি চক্করে আমায় জড়ায়।
কতবার চিৎকার করে বলি দূর হয় কষ্ট
জীবন কে চিবিয়ে করিছ না নষ্ট।
সেই কি আমার কথা শুনে
কুরে কুরে খাই মনে।
হরেক রকম কষ্টের ধরণ
অর্থ কষ্ট, ভালবাসা কষ্ট,নারী কষ্ট,সবচেয়ে বেশি কথা কষ্ট।
একা থাকার কষ্ট নাই বা বলি
কষ্ট যেন সাথের সঙ্গী সঙ্গে নিয়ে চলি।
আমার পাশের মানুষ গুলো যেন একেক টা কষ্টের পাহাড়।
কিছুতে সুখি নয় আরো চাই আরো চাই।
আর আমি শুধু কথার যন্ত্রণা থেকে মুক্তি চাই।
জিয়াউল হক
আবৃত্তি শ্রাবণী দে
আর কত নির্ঘুম রাত আমায় রাখবি।
কষ্ট এই দেহের রক্তের ক্ষণিকায় আছে মিশে
প্রতিনিয়ত আসে যায় শ্বাস প্রশ্বাসে।
উপর নিছে ডানে বামে কষ্ট ঘুরে বেড়ায়
ঘুরে ফিরে প্রতি চক্করে আমায় জড়ায়।
কতবার চিৎকার করে বলি দূর হয় কষ্ট
জীবন কে চিবিয়ে করিছ না নষ্ট।
সেই কি আমার কথা শুনে
কুরে কুরে খাই মনে।
হরেক রকম কষ্টের ধরণ
অর্থ কষ্ট, ভালবাসা কষ্ট,নারী কষ্ট,সবচেয়ে বেশি কথা কষ্ট।
একা থাকার কষ্ট নাই বা বলি
কষ্ট যেন সাথের সঙ্গী সঙ্গে নিয়ে চলি।
আমার পাশের মানুষ গুলো যেন একেক টা কষ্টের পাহাড়।
কিছুতে সুখি নয় আরো চাই আরো চাই।
আর আমি শুধু কথার যন্ত্রণা থেকে মুক্তি চাই।
No comments