তোমারও কি মনে পরে
-তোমারও কি মনে পরে?
হাসান রাজা
সেই থেকে বহু দিন পরে
হ্যাঁ তোমারও কি মনে পরে?
হ্যাঁ তোমারও কি মনে পরে?
নাকি রূপ কথারা চুপ সারতি সব?
সত্যি ভুলেই গেছ সেই অনুভব
সেই অনুভূতি রন্ধনগৃহ
যেই কথাতে রোমাঞ্চিত সব
নুয়ে পরা জোছনা রাতে
সুখ তাঁরার স্বপ্ন হাতে
চোঁখের কাজল মিটিয়ে দিতো
রুদ্রঝড়েও কাছে থাকতো প্রিয়সখী অামার,
কাঁক ভেজা ভিজিঁয়ে দিতো বর্ষাবাদলে?
সেই অনুভূতি রন্ধনগৃহ
যেই কথাতে রোমাঞ্চিত সব
নুয়ে পরা জোছনা রাতে
সুখ তাঁরার স্বপ্ন হাতে
চোঁখের কাজল মিটিয়ে দিতো
রুদ্রঝড়েও কাছে থাকতো প্রিয়সখী অামার,
কাঁক ভেজা ভিজিঁয়ে দিতো বর্ষাবাদলে?
ভিজিঁয়ে সব সিক্তকরে সে'দিন
তুমিঁ নীল প্রিয় বলেছিলে প্রেম শিখিয়ে দাও।
তুমিঁ নীল প্রিয় বলেছিলে প্রেম শিখিয়ে দাও।
-মনে পড়লো কি তোমার অতীত স্মৃতিপট?
সব ভুলে একা একলা ভাল কি থাকা যায়?
সত্যি বলছি পুরনো দিনের সব গল্প-সল্প তোমার মনের সুহৃদয়ে চাই?
সত্যি বলছি পুরনো দিনের সব গল্প-সল্প তোমার মনের সুহৃদয়ে চাই?
তোমারও কি 'মনেপরে'
নন্দিত বার্তা-কথা
পুষ্পিত ফুলের সুবাস?
নন্দিত বার্তা-কথা
পুষ্পিত ফুলের সুবাস?
তোমারও কি 'মনেপরে'
অকম্পিত দুঃখ
মৃদু ব্যাথার সুখ
শুদ্ধ ঝগড়ার ভালোবাসা?
অকম্পিত দুঃখ
মৃদু ব্যাথার সুখ
শুদ্ধ ঝগড়ার ভালোবাসা?
তোমারও কি 'মনেপরে'
ছন্দযুক্ত ছড়া-কবিতা
খুনসুটি অার দুষ্টামিতে জড়িয়ে ধরার
পাঁইতারা স্বর্গস্থিত অাহ্লাদে?
ছন্দযুক্ত ছড়া-কবিতা
খুনসুটি অার দুষ্টামিতে জড়িয়ে ধরার
পাঁইতারা স্বর্গস্থিত অাহ্লাদে?
- মনেপরে কি? ওগো অবুঝ পাখি অাহ্লাদী ??
কবিতা ৯১
No comments