বেকার......
বেকার
এম. এ. কাশেম
শিক্ষা হল জাতির মেরু দন্ড,
সাথে ডিগ্রীও দরকার।
ডিগ্রী যদি না হয় তাহলে
চাকড়ি কেমনে দিবে সরকার?
পড়া লেখায় পার করেছি,
কমে বিশটি বছর,
এবার যদি অধমের দিকে,
পরে চাকড়ির নজর।
শোনতে পেলাম চাকরী হবে,
চলে গেলাম ঢাকা।
পরিশেষে বুঝতে পারলাম,
তাতে লাগবে অনেক টাকা।
এদিক ওদিক ঘুরছি শুধু,
হাতে নিয়ে সার্টিফিকেটের ফাইল,
জোড়া জোড়া সেন্ডেল গেল,
হাঁটছি কত মাইল।
চাকরী পেতে এই ভবেতে,
মামা খালুর দরকার।
ডিগ্রী পেয়েও ঘুরছি আমি,
রয়ে গেলাম বেকার।
কবিতা ১২৪
No comments