Header Ads

সেই থেকে এলাকার নাম হয় পলোয়ান পাড়া,

পল্লান পাড়া
ইমরান উদ্দিন 

ছিল এক বাঘ মারা মহা পলোয়ান,
বাবার একমাত্র ছেলে নাম তার রমজান।
মেরেছিল একাই লাঠি দিয়ে মস্তবড় এক বাঘ
সেইটা দেখতে এলাকায় পড়ে গেল লোকের ঝাঁক।
সেই থেকে এলাকার নাম হয় পলোয়ান পাড়া,
আমরা জাতে বাঙালী,ভাষায় রয়েছে প্রচুর গুরুচন্ডালী,
তাইত বলে ফেলি,নাম তার পল্লান পাড়া।
এলাকার উত্তরে বয়েগেছে মমতাময়ী খাল ধুরুং , 
তাইত শীত বর্ষাকালে পাল্টায় এলাকার রং।
শীতে খালের পাড়ে কৃষকেরা  ফলাই বেগুন আর মূলা
এতে করেই মিঠে যাই অনেক গরীবের আহার তিনবেলা।
এখানে রয়েছে প্রভাতী নামের একটি ক্লাব
যারা এলাকাটাকে মডেল করে নেওয়ার প্রচেষ্টায় এগিয়ে এক ধাপ।
কিছু শকুনের চোখ পড়েছে এই এলাকায়,
তাইত তারা অবৈধভাবে খাল খনন করে এলাকাবাসীকে ফেলে বেকায়দায়। 
এলাকার অনেক ছেলে দেশের জন্যে ছড়াচ্ছে ফুলের সুভাসের মত সৌরভ,
তাই বলি লোকে পল্লান পাড়া বললে ও তা আমারই  গৌরব।

কবিতা ১০৬


নামঃ ইমরান উদ্দিন
পিতাঃ অাহমদ হোসেন।
বাড়িঃ পল্লান পাড়া, মধ্য কাঞ্চন নগর।
সাবেক সাধারণ সম্পাদক, কাঞ্চন নগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা, অাল হীল শাখা


No comments

Powered by Blogger.