Header Ads

শুভ জন্মদিন মাশরাফি






কাঞ্চন নগর সাহিত্য পরিষদ পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজার ৩৬তম জন্ম বার্ষিকীর শুভেচ্ছা ও ভালবাসা অবিরাম। সাহিত্য পরিষদের নিয়মিত লেখক হাসান রাজার লেখা কিংবদন্তী মাশরাফি কবিতাটি তার জন্মদিনের শুভেচ্ছা স্বরুপ নিবেদন করলাম।
                 
"শুভ জন্মদিন বাংলার রিয়েল হিরু বেচেঁ থাকুন অনন্তকাল "

"কিংবদন্তী মাশরাফি"

হাসান রাজা


একজন মাশরাফি একটুকরো বাংলাদেশ তুমি,
জীবিন্ত কিংবদন্তী বাংলার ক্রিকেটার তুমি,
মহান অমর অধ্যায়ের অলিখিত নাম তুমি, সর্বকালের অনুপ্রেরণার ইতিহাস তুমি।
শ্রেষ্ঠ যুদ্ধা তুমি.....
     
"মাশরাফি কাপ দিয়ে তোমার ভালোবাসা ওজন হবেনা লিজেন্ড, বিশঁ কোটি মানুষের হৃদয়ের কুরেঘঁড়ে তোমার বসবাস তুমিই একটুকরো বাংলাদেশ অামার "

"অনেক ভালোবাসা এক বুক অাবেক এক অাকাশ হৃদয়জয়ীর এক টুকরো বাংলাদেশ এর নামই মাশরাফি"

কবিতা১১৯
                     

No comments

Powered by Blogger.