নীল ডুব
"নীল ডুব"
হাসান রাজা
নীল সাগরে দিলাম ডুব
নীল প্রিয় অাজো চুপ
ডেকেছি তারে খুব
দেখেছি যায় রুপ।
নীল রাজা কাটছে সাতাঁর
নীল প্রান্তর হবে কি তার
নীল তেপান্তরের পারাপার
নীল প্রিয় হবে যার।
মাঝসাগরে ডুবা ডুবি
সাঁতার কাটে পাশে রবি
নীল প্রিয়া কি বুঝে সবি
নীল অাকাশ মেঘের কবি।
নীল বাসনায় নীলের বাস
নীল ডুবে ধ্রুপদীর সর্বনাশ
নীলে পেয়ে যাক কুল
নীলে না হোক ভুল।
কবিতা ১১৮
No comments