Header Ads

দেশ প্রেমিক হতে পারেনি



দেশ প্রেমিক হতে পারিনি
এম, এ, কাশেম

এখনও দেশ প্রেমিক হতে পারিনি,
তবে এখনও চেষ্টায় আছি।
মনে প্রাণে ধারণ করতে,
দেশ প্রেম।

অযথা লাইট জ্বালাই না,
বিদ্যাুৎ উপচয় হবে বলে।
তবে দেশ প্রেম ধারণ করতে পারি নাই,
তবুও চেষ্টা চালাচ্ছি।

দেশীয় সম্পদ গ্যাস,
একটি ম্যাচের কাঠি বাঁচাতে জ্বালিয়ে রাখি না।
তবে আমি দেশ প্রেমিক না,
এখনও চেষ্টা চালাচ্ছি।

ঘুষ খাই না, কাওকে দিইও না,
কারণ দুর্নীতি দেশকে অনেক নিচে নামিয়ে দেই।
তবে আমি দেশ প্রেমিক না,
এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বিজয় দিবসের দিনে র‍্যালীতে যোগ দিই না,
কারণ সন্ধা পতাকাটা পায়ের নিচে ফেলব বলে,
পতাকাটা বুকের সাথে আগলিয়ে রাখি,
কারণ দেশ প্রেমিক হতে চেষ্টায় আছি।


কবিতা ১২০

প্রকাশিত কাঞ্চন নগর সাহিত্য পরিষদ

No comments

Powered by Blogger.