একদিন তুমি.....
"একদিন"
এম এইচ রাজা
একদিন তুমিও খুঁজবে
একদিন তুমিও বুঝবে,
যেদিন বইয়ের পাতাই পাতাই তোমার নামে অামার কবিতা ছাপাবে।
একদিন তুমিও ডাকবে
একদিন তুমিও রাখবে,
যেদিন ডাকপিয়ন অামার সব চিঠি তোমার ঠিকানাই পাঠাবে।
একদিন তুমিও পড়বে
একদিন তুমিও জানবে
যেদিন অামার ডাইরির পাতাই পাতাই তোমার নামে লেখা পড়বে।
একদিন তুমিও শুনবে
একদিন তুমিও কান্দবে
যেদিন অামি থাকব না, হারিয়ে যাব তাঁরা হয়ে ঐ নীল অাকাশের পাদদেশে!!
কবিতা ১২১
No comments