Header Ads

শেষ হল দেবী তারপর কি?




"শেষ হল দেবী তারপর কি?"

বাংলাদেশের জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ এর মিসির আলী সিরিজের দেবী উপন্যাস টি ধারাবাহিকভাবে ১০ পর্বের মধ্য দিয়ে গতকাল শেষ হয়েছে।যারা কষ্ট করে সময় দিয়ে দেবী পড়েছেন তাদের সাহিত্য পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

আপনারা অনেকে দেবী আগে বহুবার পড়েছেন সাহিত্য পরিষদে প্রকাশের মাধ্যমে অনেকে আবার প্রথম পড়ার অভিজ্ঞতা হল।উপন্যাস টি পড়ে পুরানো নতুন সকলে অনুভূতি প্রকাশ, ভাল লাগা মূল্যায়ন করুন সাহিত্য পরিষদের ওয়ালে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত পরামর্শ কে সাহিত্য পরিষদ সম্নান করে সাধরে গ্রহণ করে ।

আগামীতে সাহিত্য পরিষদ পাঠকের অনুরোধের পছন্দের লেখকের গল্প,উপন্যাস,ছড়া, কবিতা প্রকাশ করবে,ভেবে দেখুন কোন বইটি পড়তে চান  অনুরোধ করতে পারেন ইনবক্স অথবা কমেন্ট বক্সে  আমরা আপনাদের পছন্দ কে সাধরে গ্রহণ করিব আপনার পছন্দের গল্প,উপন্যাস,কবিতা,ছড়া,
কাঞ্চন নগর সাহিত্য পরিষদের পাতায় প্রকাশ করার সর্বোচ্চ চেষ্টা করিব।

সবাই ভাল থাকবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

মাদক নয় সাহিত্য হউক নেশা।

No comments

Powered by Blogger.