Header Ads

আজব মিস্ত্রী....

আজব মিস্ত্রী
এম, এ, কাশেম

নিজের হাতে গড়ছে
দিন কি বা রাত্রী,
কত জাতের নঁকশা করে
কি আজব মিস্ত্রী।

কুড়ে ঘরে থাকছে নিজে
করছে কত দালান কোঠা,
কাঁচা ছাদে মিশে যাচ্ছে
কত ঘামের ফুটা।

রক্ত মাংস পানি করে
করছে বিল্ডিং পরের,
পারছে না সে টিন লাগাতে
নিজেরই ঘরের।

পরের ঘর করতে করতে
তিনি মৃত্যু পথের যাত্রী,
পারল না সে নিজের ঘরটি,
আজব একটা মিস্ত্রী।

কবিতা ১২৭

No comments

Powered by Blogger.