Header Ads

কবিতা..সমালোচনা........


"সমালোচনা"
এম, এ, কাশেম

দেখে বা না দেখে
করি আমরা সমালোচনা,
বুঝতে চাই না কেহ,
করবেও না আলোচনা।

নিজের কাছে নিজে
ধুয়া তুলসি পাতা,
অন্যের সমালোচনা
রাখবে মনে গাঁথা।

সময় বুঝে সুযোগ খুজে
করবে সমালোচনা,
নিজের দুষ খুজি না
থাকি আনমনা।

সমালোচনা ব্যতিত
আছে কোন জনা?
করলেও করতে পার
গঠন মুলক সমালোচনা।


কবিতা- ১২৩

No comments

Powered by Blogger.