শরতের কবিতা
"মেঘাচ্ছন্ন আকাশ"
এম ইকবাল হাসান
কালো মেঘে ছেয়ে গেছে
শরতের নীল আকাশ!
বৃক্ষের পাতা গুলো নাড়া দিচ্ছে
দক্ষিণা মৃদু বাতাস।
জানালার পাশে আছি বসে
আকাশটা ভীষণ কালো,
আজ নেই কোনো কিরণের আলো।
মেঘাচ্ছন্ন দিনে মনের মধ্যে জাগে
নিত্য সাহিত্যের ভাবনা,
বৃষ্টির এই প্রবল ধারায় ভেসে যায়
মনের যতো মিছে দুঃখ যাতনা।
একটি মেঘাচ্ছন্ন আকাশ
আর দক্ষিণা বাতাস,
ভীষণ ভালো লাগে বৃষ্টি বিলাস।
কবিতা-১২২
No comments