দুঃখের প্রশ্ন ভিডিও সহ
"দুঃখের প্রশ্ন"
জিয়াউল হক
চেনা জানার মাঝে অচেনা
দুঃখ আর ঘুচেনা ।
দুঃখের দহন হৃদয়ে করি বহন।
জ্বালা যন্ত্রণা আপনা আপন শান্তনা।
কূলহীন নদীতে বেয়ে তরী
জীবন নামের দুঃখ পাড় করি।
হাজার ফুলের মাঝে ঝরে যাওয়া ফুল
সেই ফুলের মালা না গেঁথে করে ভুল।
আমি একদিন চলে যাব দুঃখ সাথে নিব
শুধু,
দুঃখের প্রশ্ন রেখে দিব।
হাজার মানুষ ষ্টেশন থেকে নীড়ে
আমি যায় সর্বহারার ভিড়ে।
যাদের ষ্টেশন ঘর বাড়ি
সেবার নেই দাস,মনোরঞ্জনের নাই নারী।
অঢেল দুঃখ আছে
তারা দুঃখে কাতর হয়ে আজ পাথর।
আমি দুঃখের প্রশ্ন রেখে
সুখ খুঁজি তাদের দেখে।
হইত একদিন হারিয়ে যাব
অচেনা অজানা কে আপন করে পাব।
জিয়াউল হক
চেনা জানার মাঝে অচেনা
দুঃখ আর ঘুচেনা ।
দুঃখের দহন হৃদয়ে করি বহন।
জ্বালা যন্ত্রণা আপনা আপন শান্তনা।
কূলহীন নদীতে বেয়ে তরী
জীবন নামের দুঃখ পাড় করি।
হাজার ফুলের মাঝে ঝরে যাওয়া ফুল
সেই ফুলের মালা না গেঁথে করে ভুল।
আমি একদিন চলে যাব দুঃখ সাথে নিব
শুধু,
দুঃখের প্রশ্ন রেখে দিব।
হাজার মানুষ ষ্টেশন থেকে নীড়ে
আমি যায় সর্বহারার ভিড়ে।
যাদের ষ্টেশন ঘর বাড়ি
সেবার নেই দাস,মনোরঞ্জনের নাই নারী।
অঢেল দুঃখ আছে
তারা দুঃখে কাতর হয়ে আজ পাথর।
আমি দুঃখের প্রশ্ন রেখে
সুখ খুঁজি তাদের দেখে।
হইত একদিন হারিয়ে যাব
No comments