Header Ads

এখন প্রশ্ন হল কিভাবে চরিত্রবান হওয়া যায়


সৈয়দ সিদ্দিক মানিক    

কেমন হওয়া দরকার স্কুল  জীবন👌
আমরা যারা স্কুল পেরিয়ে এসেছি তারা হয়তো ব্যাপার গুলো খুব বুঝি।কিন্তু যারা আমাদের অনুজ তারা হয়তো এখনো নিজেদের জীবন নিয়ে তেমন একটা ভাবুক না।ভাববার কথাই না।যা হোক স্কুল  জীবন কেমন হওয়া দরকার সেটাতে আসা যাক।প্রথমে বলি যে জিনিসটা খুব বেশী দরকার সেটা হল নিজেকে চরিত্রবান হিসেবে গড়ে তোলা।এখন প্রশ্ন হল কিভাবে চরিত্রবান হওয়া যায়?
ধর্মের রীতিনীতি গুলো মানলে ভাল চরিত্রবান হওয়া যায়।এরপরের ব্যাপার হল নিজের একটা লক্ষ্য স্থির করা। আমি কি হতে চাই?
এই জায়গায় একটু বেশী সচেতন হতে হবে।
জীবনে এমন কিছু করার সিদ্ধান্ত নেওয়া উচিত যেটাতে তোমার দক্ষতা আছে, যেই জিনিসটা করলে তুমি বিরক্ত বোধ কর না।
যে বিষয়ে পড়াশোনা করলে তুমি সুখী হবা, সেই বিষয় টা নিয়ে পড়া দরকার।
এরপরের ব্যাপার হলো কিভাবে একাডেমিক পড়াশোনা করা দরকার?
আমাদের স্কুলের পড়াশোনার উপর আমরা মোটেও নির্ভরশীল না।তাই আমাদের ভাল একটা টিউটর সেট করা। যিনি ভাল পড়াতে পারেন।যিনি তোমার সাথে ভালো ব্যবহার করেন।তোমার প্রশ্ন মনোযোগ দিয়ে শোনেন।
আরেকটা ভুল যেটা আমরা করে  থাকি সেটা হল আমরা গণিত বই গুলো ভাল করে পড়ে দেখিনা।ইংরেজী বিষয় খুব ভাল করে পড়া।
যেমন গ্রামার, বানান, উচ্চারণ ইত্যাদি ভাল করে রপ্ত করা।গ্রামারের জন্য টোফেল বইটা কার্যকরি।তাই স্কুল লেভেলে এটা শেষ করতে পারলে গ্রামারে ভাল একটা দখল হবে।
ইংলিশ স্পোকেন টা আমার মতে স্কুল জীবনেই শুরু করা দরকার। স্পোকেন ইংলিশ এর জন্য ইউটিউব এ অনেক ভিডিও পাওয়া যায়।সেগুলো দেখতে পার।
অনেকে আবার বলবে ভাইয়া আমাদের তো টিউটর রাখার সামর্থ্য নেই তাহলে আমাদের কি হবে?
তোমাদের কাজ হল এলাকার পরিচিত বড় ভাইদের সাহায্য নেয়া।তারা তোমাদের যেকোন ব্যবস্থা করে  দিবেন নিশ্চয়ই।
আর গ্রুপ স্টাডি করার জন্য একটা গ্রুপ করা।তাহলে মনে হয় এই ব্যাপার টা সমাধান হয়ে যাবে।আর যারা সাইন্সে পড়াশোনা কর তারা একটা জায়গায় কমন ভুল করে থাকে  সেটা হল,আমরা অনেকটা মুখস্থ নির্ভর থাকি।এটা করা যাবেনা। সাইন্সের প্রতিটা বিষয়ের বেসিক জিনিস গুলা জানা।আর যেকোন টপিকস পড়লে সেটা বাস্তবের সাথে মিলিয়ে দেখা।আবারো বলছি ফিজিক্স, কেমেস্ট্রি, ম্যাথ ইত্যাদি মুখস্থ বিদ্যার বিষয় না,বুঝার বিষয়। তবে কিছু কিছু জিনিস মুখস্থ করতে হয়।যেমন সূত্র, তথ্য ইত্যাদি।
এই হল একডেমিক পড়াশোনা। এরপরে হল আউট বই পড়া। যেমন-গল্পের বই,কবিতার বই ইত্যাদি।এক্ষেত্রে রবীঠাকুর,নজরুল,জসিমউদ্দিম, ফররুখ আহমেদ  এর বই গুলো পড়া।
এর বাইরে কোরান শরীফ টা ভাল করে  সহীহ শুদ্ধভাবে পড়তে শেখা। হাদিস শরীফ পড়া।ধর্মীয় মাসালা মাসায়েল জানা।
এরপরে যে বিষয়টা চলে আসে সেটা হল এক্সট্রা কারিকুলাম
তোমরা চাইলে স্কুলের রেড ক্রিসেন্ট কিংবা স্কাউট এ যোগ দিতে পার।এতে করে তোমাদের মাঝে লিডারশীপ গ্রুথ হবে।
যেটা ভবিষ্যৎ জীবনে কাজে দিবে।
পরিশেষে যে বিষয়টি বলব সেটি হল পাচ ওয়াক্ত নামাজ টিক মত পড়া।
আর যেকোন বিষয়ে আগে মা বাবার পরামর্শ নেয়া।তারাই হচ্ছে তোমার প্রকৃত বন্ধু।এমন কোন কাজ না করা যতে তারা মনে কষ্ট পায়।শিক্ষকদের সম্মান করা।


No comments

Powered by Blogger.