বীরঙ্গনা রমা চৌধুরীর প্রতি শ্রদ্ধঞ্জলি
বীরঙ্গনা মা রমা চৌধুরী
রমা চৌধুরী একজন সংগ্রামী লেখিকার নাম
আমার লাল সবুজের পতাকা কেনায় আছে তার দাম।
বীরঙ্গনা মুক্তিযোদ্ধা রমা চৌধুরী একজন লেখক প্রকাশক বিক্রেতা, তিনি বই লিখে হাটেবাজারে ফেরিওয়ালার মত মাথায় নিয়ে খালি পায়ে হেটে নিজের লেখা বই বিক্রি করতেন এই দিয়ে জীবন জীবিকা নির্বাহ করতেন।
সংগ্রামী জীবন টার জীবন প্রদীপ আজ চট্টগ্রাম মেডিকেল কলেজের ব্যাডে নিভে গেছে।
জীবন প্রদীপ নিভে গেল রমা চৌধুরী এই দেশের জন্য যে ত্যাগ করে গেছেন সাহিত্যের যে আলো জ্বালিয়েছে এই একাত্তের জননী সেই আলোতে এই দেশের আলো বাতাসে প্রাণের মাঝে বেঁচে থাকবেন আজীবন।
বিধায় রমা চৌধুরী হাজার স্যালুট ও শ্রদ্ধা তোমায়।
No comments