তোমার খুনির কলিজা ছিঁড়ে প্রকাশ্যে দিব বলিদান,
"তোমার শূন্যতায় বিবর্ণ স্বদেশ"
আবদুল কাদের শুভ
পুত্র শোকে মা হয় পাথর
স্ত্রী শোকে স্বামী,
তোমার শোকে বাঙালি কাতর
জেনে গেছি আজ আমি।
বাঘ না থাকলে কিসের সে বন
শ্রোত বিনে কি হয় নদী?
তুমি বিনা কী স্বাধীনতা পেতাম
কেঁদে কেঁদে নিরবোধি।
তোমার ভাষণে সাহসের দূর্গে
জেগে ছিল বীর জাতি,
হিন্দু মুসলিম বৌদ্ধ মিলে
জ্বেলে ছিল আলোর বাতি।
তোমার অভয়ে ত্রিশ লক্ষ
বাঙালি দিয়েছে প্রান,
কাঁধে কাঁধ মিলে এনে দিয়েছে
সোনার বাংলা গান।
তোমার ডাকে আজও জেগে ওঠে
ঘুমান্ত এই জাতি,
তোমার শূন্যতায় বিবর্ণ আজ
স্বাধীন বাংলার মাটি।
আকাশে বাতাসে লাশের গন্ধ
দন্ধ দিবা -রাতি।
হিন্দু মুসলিম ভেদাভেদ বেড়েছে
নেই জাতি সম্প্রীতি।
বাঙালি জাতির জনক হে পিতা
তোমার শূন্যতায়,
নরপশুরা জেগে উঠেছে
সোনার এ বাংলায়।
রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে
বিষাক্ত সাপের ন্যায়,
ধ্বংস করতে স্বপ্ন তোমার
মিছে দেশপ্রেম ছলনায়।
দেশদ্রোহী ভীরু কাপুরুষ
ওরা খাঁটি রাজাকার,
ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে ওদের
করে দিব ছারখার।
তোমার খুনির কলিজা ছিঁড়ে
প্রকাশ্যে দিব বলিদান,
তলোয়ার দিয়ে কুপিয়ে কুপিয়ে
দেহ করবো খান খান।
এই বাংলার স্বাধীন মাটিতে
লাশ হবে না তার দাফন,
পাক সেনাদের জামা দিয়ে
পরানো তার কাফন।
কতটা নির্বোধ পাষন হলে
তোমার বুকে বুলেট চলে
প্রশ্ন কোথায় রাখি!!!
কবে পাব খুনের বিচার
বাঙালি তোর কেমন আচার
লজ্জা কোথায় ঢাকি!!!!
আবদুল কাদের শুভ
পুত্র শোকে মা হয় পাথর
স্ত্রী শোকে স্বামী,
তোমার শোকে বাঙালি কাতর
জেনে গেছি আজ আমি।
বাঘ না থাকলে কিসের সে বন
শ্রোত বিনে কি হয় নদী?
তুমি বিনা কী স্বাধীনতা পেতাম
কেঁদে কেঁদে নিরবোধি।
তোমার ভাষণে সাহসের দূর্গে
জেগে ছিল বীর জাতি,
হিন্দু মুসলিম বৌদ্ধ মিলে
জ্বেলে ছিল আলোর বাতি।
তোমার অভয়ে ত্রিশ লক্ষ
বাঙালি দিয়েছে প্রান,
কাঁধে কাঁধ মিলে এনে দিয়েছে
সোনার বাংলা গান।
তোমার ডাকে আজও জেগে ওঠে
ঘুমান্ত এই জাতি,
তোমার শূন্যতায় বিবর্ণ আজ
স্বাধীন বাংলার মাটি।
আকাশে বাতাসে লাশের গন্ধ
দন্ধ দিবা -রাতি।
হিন্দু মুসলিম ভেদাভেদ বেড়েছে
নেই জাতি সম্প্রীতি।
বাঙালি জাতির জনক হে পিতা
তোমার শূন্যতায়,
নরপশুরা জেগে উঠেছে
সোনার এ বাংলায়।
রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে
বিষাক্ত সাপের ন্যায়,
ধ্বংস করতে স্বপ্ন তোমার
মিছে দেশপ্রেম ছলনায়।
দেশদ্রোহী ভীরু কাপুরুষ
ওরা খাঁটি রাজাকার,
ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে ওদের
করে দিব ছারখার।
তোমার খুনির কলিজা ছিঁড়ে
প্রকাশ্যে দিব বলিদান,
তলোয়ার দিয়ে কুপিয়ে কুপিয়ে
দেহ করবো খান খান।
এই বাংলার স্বাধীন মাটিতে
লাশ হবে না তার দাফন,
পাক সেনাদের জামা দিয়ে
পরানো তার কাফন।
কতটা নির্বোধ পাষন হলে
তোমার বুকে বুলেট চলে
প্রশ্ন কোথায় রাখি!!!
কবে পাব খুনের বিচার
বাঙালি তোর কেমন আচার
লজ্জা কোথায় ঢাকি!!!!
No comments