Header Ads

মুজিব! প্রিয় রেসকোর্স-র গর্জন বক্তা ফিরে এসে দিবে কি!এনে দিবে ন্যায়তা

"মুজিব প্রিয়"
-সাকিব মাহমুদ

মুজিব! প্রিয় জাগতিক ব্রত
তোমায় হারিয়ে জাতি অনিরাপদ
কভুও না আসিত আগস্ট-এ কালো রাত
মুজিব প্রিয়রা পেত আস্তার বাস্তবস্বাধ।

মুজিব!বাঙ্গালি তোমায় বুনে স্বয়ং স্বপনে
ঢলে পরে নাকো মুজিবের নেতৃত্ব টানে
দু-কূল হারা জাতি পেয়েছিল ৭১এ কূল
১৫ই আগস্ট হয়েছে ফের জাতি ব্যাকোল।

মুজিব! প্রিয় জনতা জাতির জনক
তোমার নেতৃত্বে জাতি দিয়েছিল হনক
এখন আর কেউ গড়েনা অতন্দ্র প্রহরী
রাজপথ আজ অন্ধকারে তীক্ষ্ণহেরি।

মুজিব!তোমায় হটিয়ে লাগাতে পারেনি ওরা আঁতর
বাঙ্গালি ওদের মেরে যাবে থুথু পাথর
কভুও বিস্তার করতে পারে নাই ওরা জোরস্ত
স্বাধীন বাংলায় তবুও বাঙ্গালি আজ অপদস্থ।

মুজিব! প্রিয় রেসকোর্স-র গর্জন বক্তা
ফিরে এসে দিবে কি!এনে দিবে ন্যায়তা
বন্ধ হত হত্যা ছাত্ররা পেত নায্যের হাঁক
ঘুষ ছাড়া চলিত জাতি উন্নতির বাঁক।

মুজিব!তোমার দেশে গাড়ি গুলো অবাধ্য
মেরে পরে দিতে চায় মানুুষের মূল্য
রাস্তায় ফুটে উঠতে চায় একাত্তরের চিত্র
নায্য দাবি করতে গেলেই পিষ্ট হয় ছাত্র।

মুজিব! প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
স্বরণে !যতদিন আছে পদ্ম মেঘনা বহমান
শোক বার্তা এই ১৫-ই আগস্টে
তোমার প্রতি রইল অজস্র সালাম।

No comments

Powered by Blogger.