Header Ads

মাথা উচুঁ করে দাঁড়াতে। যাদেরকে শিখিয়েছ বাচঁতে

"কবিতার হাতে রাইফেল"
শাহাজান আকবর মুন্না

হে জাতির জনক তোমার বীরত্বে
দূর করেছ পরাধীনতার গ্লানি,
তুলে দিয়েছ স্বাধীনতা।
দীপ্ত পায়ে বাংলার আলপথ দিয়ে
কিভাবে চলতে হয় পথ।
দেখিয়েছ জনতার ঐক্য,
রুকে দিয়েছ হানাদারের শক্তি।
বজ্রকণ্ঠে কাপিয়েছ মাঠ
গড়েছ জনতার ঢল
শিখিয়েছ বাচঁতে
মাথা উচুঁ করে দাঁড়াতে।
যাদেরকে শিখিয়েছ বাচঁতে
তারা দেয়নি তোমাকে বাচঁতে
রেহায় দেই নিই তোমার পরিবার
করেছে মিনতী ছোট্ট শিশুটি
শুনেনি তারা হৃদয়হীন যারা
করেছে ধ্বংস গড়েছ শোকাবহ
তারা বাঙালীকে করেনি ধ্বংস
করেছে বাঙালীর পরম এক অংশ
তাই কাদেঁ বাঙালী কেদেঁ যায় মন
১৫ই আগষ্ট তুমি হয়েছ জাতীয় স্মরণ।

কবিতা ৯৭



No comments

Powered by Blogger.