সুন্দর একটি নাম তার কাঞ্চনপুর আমার গ্রাম
"আমার গ্রাম"
এম এ সবুজ
স্বয়ণ এ স্বপ্নে এ নিশিতে জাগরণে,
সত্যি তোমাকে সরণ করি,
আমার হৃদয়ের মা মায়ার কুটিরে
প্রাণের এর কাঞ্চনপুর,
তোমায় নিয়ে স্বপ্ন সাজাই
স্বপ্নময় দুটিচোঁখ এ,
রাত্রি শেষ উঠে শুনি আমি পাখির গান,
দক্ষিণা বাতাসে বয়ে আনে ফুলের ঘ্রাণ
সুন্দর একটি নাম তার কাঞ্চনপুর আমার গ্রাম।
রাখাল গরু নিয়ে যায় মাঠে
কৃষাণীরা কাজ করে মাঠে ঘাটে
শস্যা শ্যামল ফষল দেখে ভড়ে যায় আমার প্রাণ,
সুন্দর একটি নাম তার কাঞ্চনপুর আমার গ্রাম।
শিক্ষক,সাহেব, কুলি,জেলে,ছুটে যায় যার কর্মস্তলে,
আগামীর প্রজন্ম
তরুণ তরুণীরা ছুটে যায় পাঠশালাতে,
তাই দেখে মনোমুগ্ধ হয় আমার এই প্রাণ,
সুন্দর একটি নাম তার কাঞ্চনপুর আমার গ্রাম,
তোমার আদর মধুর রুপে
ভরে যায় আমার প্রাণ,
সুন্দর একটি নাম তার
কাঞ্চনপুর আমার গ্রাম
No comments