মানব সেবা পরম ধর্ম
"বন্যার্তদের সাহায্যে
কাঞ্চন নগর প্রবাসী মানব কল্যান সংস্থা"
মোরশেদ উদ্দীন এম এ
কাঞ্চন নগরের প্রবাসীরা ঘর বাধিল
বন্যার্তদের মাঝে।
মানব সেবা পরম যদি আল্লাহর সেবা হয়
সে ঘরেতে বাস করিবে মানব কল্যাণ
জান্নাতের মাঝে।
দুনিয়া যদি আখেরাতের শষ্য ক্ষেত্র হয়
মানব কল্যাণের ত্রাণ সাহায্য
জান্নাতের আসল ফসল হয়।
পীর,সুফি,সাদা পোশাক ঈর্ষা হবে তাদের
কি করে ঘর বাধিল জান্নাতের মাঝে
উপরে আমাদের।
বনবাসে উপবাস থেকে ঘাম ঝড়ানো টাকায়
অসহায়দের সাহায্য করতে মানব কল্যাণ
তোমাদের বেশি মানায়।
জোর কাটানো,মানুষ ঠকানো, ওই পোকার টাকা
অসহায়দের সাহায্য করে হবেনা
মানুষের কাছে বাকা।
দান যদি দানের মত আল্লাহর কাছে কবুল হয়
আল্লাহ রাসুলের বন্ধু হয়ে জান্নাতে প্রবেশ হয়।
No comments