নিজের চেয়ে আত্মীয়র চেয়ে, গরীব যেন পাই আগে.....
ঈদ-উল-আযহা
এম, এ, কাশেম
যাব বাজার কিনব গরু,
ঈদ-উল- আযহা হল শুরু।
গরীব দুঃখী অংশ পাবেন,
শিখায় গেছেন গুরু।
ঈদ হবে মোর ত্যাগের,
হয় যেন তা তিন ভাগে।
নিজের চেয়ে আত্মীয়র চেয়ে,
গরীব যেন পাই আগে।
সুযোগ আসছে আমল করার,
করব কেন মিস্
গরীব দুঃখীর রিজিক মারতে,
কিনব কেন ফ্রিজ।
ছোট্ট কথাটি ছন্দ মিলিয়ে
আমি নই কবি।
এই সব কথা তখনকার যুগে
শিখিয়ে গেছেন নবী।
এম, এ, কাশেম
যাব বাজার কিনব গরু,
ঈদ-উল- আযহা হল শুরু।
গরীব দুঃখী অংশ পাবেন,
শিখায় গেছেন গুরু।
ঈদ হবে মোর ত্যাগের,
হয় যেন তা তিন ভাগে।
নিজের চেয়ে আত্মীয়র চেয়ে,
গরীব যেন পাই আগে।
সুযোগ আসছে আমল করার,
করব কেন মিস্
গরীব দুঃখীর রিজিক মারতে,
কিনব কেন ফ্রিজ।
ছোট্ট কথাটি ছন্দ মিলিয়ে
আমি নই কবি।
এই সব কথা তখনকার যুগে
শিখিয়ে গেছেন নবী।
No comments