Header Ads

যখন মোর পরবে না, শ্রাবণীর কন্ঠে

"গাইতে পারলে রেকর্ডিং করে দিন"

আপনি গাইতে পারেন, আবৃত্তি করতে পারেন সুরালো কন্ঠে আপনার মনের অজান্তে গুন গুন করে গান গেয়ে যান, আড্ডা বন্ধুদের আবদার থাকে আপনার কন্ঠে গান শুনার গান শুনে যখন তাদের ভাল লাগে তখন বলে উঠে সু্যোগ পেলে কিছু একটা হতে পারতে আমরা সাহিত্য পরিষদ আপনাকে সেই সুযোগ করে দিতে চাই ।
আপনার গুন গুন করে গাওয়া গান রেকর্ডিং করে আমাদের পাঠিয়ে দিন আমরা ভিডিও এডেটিং করে প্রকাশ করব।

যে সব বিষয়ে রেকর্ডিং পাঠাতে পারেন।
*দেশাত্মবোধক গান
*রবীন্দ্র ও নজরুল সংগীত
*আধুনিক বাংলা গান
*আঞ্চলিক গান
*কবিতা আবৃত্তি
*গল্প পড়া।
*বাঁশি বাদক
* নিজের পছন্দের যে কোন সংগীত।

বিঃদ্রঃ এই ঘোষণা কাঞ্চন নগর ও কাঞ্চন নগরের প্রবাসীর জন্য প্রযোজ্য।

No comments

Powered by Blogger.