Header Ads

সকালে উঠে সেই যায় কাজের খুজে রাতে এসে সেই কান্না করে।

"প্রবাস"
আব্দুস সাত্তার

প্রবাস সেই এক কঠিন বাস্তবতা নাম

কেও দিতে চাই না তার কষ্টের দাম।

সকালে উঠে সেই যায় কাজের খুজে

রাতে এসে সেই কান্না করে।

কালও যেতে হবে সেই একই ভাবে

প্রবাস সেই এক বাস্তবতার নাম

একদিন ফোন না করলে বলে ভুলে গেছে

বন্ধুরা সবাই বলে এখন সেই ভাব নিচ্ছে।

শুধু মা বাবা বলে কেমন আছে।

বাকী সবাই বলে আমার জন্য কি দিয়েছে

দিয়েছেতো অনেক কিছু অনেক বার

তার জন্য প্রবাস জীবন শেষে রাখা হয় কঠিন এক অন্ধকার।

প্রবাস জীবন কঠিন এক বাস্তবতার নাম

কেউ দিতে চাই না তার কষ্টে দাম।

No comments

Powered by Blogger.