Header Ads

সাহিত্য পরিষদের কবিতার সেঞ্চুরি ও আমাদের প্রত্যাশা

কাঞ্চন নগর চতুর্দিকে পাহাড়ে ঘেরা একখানা সবুজের সমতল অরণ্য দক্ষিণে রাবার বাগান পূর্বে কর্ণফুলী চা বাগান উত্তর ও পশ্চিমে পাহাড় ঘেষে আকাঁবাকা হয়ে প্রবাহিত পাহাড়ি ধুরুং খাল, শিল্পীর তুলিতে আঁকা ছবির মত অসাধারণ দৃশ্য প্রকৃতির আনাগোনা ফুল ফল মাঠ ঘাট হাওয়া মনের ক্যাম্পাসে কবিতার ছন্দ ঢেউ খেলে যায়।
আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ী,ছোট বেলায় স্কুলে  রবীন্দ্রনাথের কবিতাটি পড়ার সময় আমার মত অনেকের মনের ক্যাম্পাসে কাঞ্চন নগরের ধুংরং খালে চিত্র ভেসে উঠেছে।

আমাদের গ্রাম টি অসাধারণ সৌন্দয্যের রাণী গল্প লেখার মত নানান পেশার নানান মানুষের  মজার মজার চরিত্র জীবন জীবিকা সংসার প্রেম ভালবাসা, কবিতা লেখার প্রকৃতির ছন্দ পাখির কিচির মিছির কোকিলের ডাক এইসব চতুর দিকে বিদ্যমান।
কাঞ্চননগর সাহিত্য পরিষদ তরুণ লেখক ও যে কোন প্রতিভা কে উৎসাহ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে আমাদের স্লোগান।


  • এক-এসো, পড়ি,জানি,লিখি,
  • দুই-মাদক নয় সাহিত্য হউক নেশা। 


আমরা শেকড় থেকে প্রতিটি প্রতিভাবান সম্ভাময় মানুষকে তার লক্ষ্য পৌছে দেওয়ার জন্য অনুপ্রেরণা হিসাবে কাজ শুরু করেছি আমাদের আহবানে অনেকে লেখালেখি শুরু করেছে প্রতিদিন গল্প, কবিতা,স্মৃত্রি কথা,কবিতা আবৃত্তি,রেকর্ড করা গান,প্রবাসী জীবন নিয়ে কবিতা,লেখা পাচ্ছি উল্লেখ যোগ্য,
স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পাঠ্য বইয়ের পাশাপাশি সাহিত্য প্রতি আহবান করছি আশার কথা অনেক ছেলে মেয়ে আমাদের সাহিত্য পরিষদে নিয়মিত লেখক,একদিন তাদের থেকে দেশের নামকরা কবি,সাহিত্যিক,শিল্পী,আবৃত্তিকার হবে কাঞ্চন নগরের মুখ উজ্জল করবে তারা সফল হবে সেই বিশ্বাস আমাদের আছে কাঞ্চন নগরের প্রতিটি ছেলে মেয়ে তথা সব মানুষ খুব পরিশ্রমী।

আমাদের  যাত্রার তিন মাস পূরণ হয়েছে এর মধ্য আমরা আপনাদের পাঠানো কবিতা থেকে নাসরিন সুলতানা নাজমার ক্ষুধার জ্বালা কবিতা টা দিয়ে শততম কবিতা টি পোষ্ট করে কবিতা প্রকাশের সেঞ্চুরি করেছি,আমরা ভাবতে পারেনি আপনাদের এত সাড়া পাব, সত্যি অভিভূত কৃতজ্ঞ।


  • পাঠকের প্রতি নিবেদন 

আপনাদের প্রতি সাহিত্য পরিষদের প্রত্যেশা অনলাইনে বসে বসে কত কিছু পড়েন অজাতা লাইক শেয়ার কমেন্ট করেন একটু সময় নিয়ে নিজের এলাখার ছেলে মেয়েটি কি লেখেছে পড়ে দেখেন ভাল হলে ভাল বলেন উৎসাহ দিন খারাপ লিখলে ভুল টা ধরিয়ে দিন। এতে  লেখার গতি বাড়বে মান উন্নয়ন হবে।


  • লেখকের প্রতি নিবেদন


যারা আমাদের কাছে লেখা পাঠাবেন নিজের সৃষ্টি টা দিবেন দয়া করে কেউ কপি করে লেখা দিবেন না আপনার সৃষ্টিকে আমরা মূল্যায়ন করি।

সবার প্রতি ধন্যবাদ ও কতৃজ্ঞতা রইল

এডমিন প্যানেল থেকে
জিয়াউল হক

No comments

Powered by Blogger.