হিন্দু-মুসলিম-বৌদ্দ-খ্রিষ্টান সবাই ভাই ভাই,গ্রামে কোন সাম্প্রদায়িকতার চিহ্নও নাই।
প্রিয় গ্রাম
-------------------------------
বাপ্পু সিকদার
-------------------------------
বাপ্পু সিকদার
জরাজীর্ণ ছিল ছোট্ট এক গ্রাম,
চট্টলার উত্তরতে কাঞ্চননগর নাম।
ধুরুং নদী বয়ে গেছে গ্রামের দুই ধারে,
ক্ষেত-ফসলা যথারীতি হয় নদীর সুবাধে।
অবহেলায় ছিল গ্রামটি সবার অচেনা,
বর্তমানে উন্নয়নের নাইকো কোন সীমা।
চেয়ারম্যান সাহেবের অবদানে যুক্ত পুরা গ্রাম,
এলাকাবাসী নাহি পারিবো দিতে তার দাম।
হিন্দু-মুসলিম-বৌদ্দ-খ্রিষ্টান সবাই ভাই ভাই,
গ্রামে কোন সাম্প্রদায়িকতার চিহ্নও নাই।
সবুজে শ্যামলে দৃশ্য ভরা গ্রামটার চতুর্দিক,
বিস্তৃত চা বাগানও রয়েছে গ্রামের পূর্বদিক।
আরো আছে যাওয়ার পথে সবুজের রাবার বাগান,
মনোরম দৃশ্য দেখলে জুড়ায় মন-প্রাণ।
মিলে মিশে আছি আমরা থাকবো আজীবন,
প্রিয় গ্রামকে ভালবেসে করবো মৃত্যুবরণ।
চট্টলার উত্তরতে কাঞ্চননগর নাম।
ধুরুং নদী বয়ে গেছে গ্রামের দুই ধারে,
ক্ষেত-ফসলা যথারীতি হয় নদীর সুবাধে।
অবহেলায় ছিল গ্রামটি সবার অচেনা,
বর্তমানে উন্নয়নের নাইকো কোন সীমা।
চেয়ারম্যান সাহেবের অবদানে যুক্ত পুরা গ্রাম,
এলাকাবাসী নাহি পারিবো দিতে তার দাম।
হিন্দু-মুসলিম-বৌদ্দ-খ্রিষ্টান সবাই ভাই ভাই,
গ্রামে কোন সাম্প্রদায়িকতার চিহ্নও নাই।
সবুজে শ্যামলে দৃশ্য ভরা গ্রামটার চতুর্দিক,
বিস্তৃত চা বাগানও রয়েছে গ্রামের পূর্বদিক।
আরো আছে যাওয়ার পথে সবুজের রাবার বাগান,
মনোরম দৃশ্য দেখলে জুড়ায় মন-প্রাণ।
মিলে মিশে আছি আমরা থাকবো আজীবন,
প্রিয় গ্রামকে ভালবেসে করবো মৃত্যুবরণ।
কবিতা ১০১
No comments