Header Ads

ইস যদি পাখি হতাম........

যদি পাখি হতাম

তাইরিন অাকতার

------------------------------

যদি পাখি হতাম,
হাওয়ায় হাওয়ায় উড়তাম।
বৃষ্টির অাগে ছুটতাম।

যদি পাখি হতাম,
অাকাশ পানে ছুটতাম
মেঘে মেঘে উড়তাম।

যদি পাখি হতাম,
কোকিলের সুরে সুরে গাইতাম
রঙিন দেশে যাইতাম।

যদি পাখি হতাম,
পাতায় পাতায় হাঁটতাম
শিশিরে ভিজতাম।

যদি পাখি হতাম,
ইস যদি পাখি হতাম!

কবিতা ১১৩


নামঃ তাইরিন অাকতার।
পিতাঃ দুলাল উদ্দিন
মাতাঃ ইয়াসমিন অাকতার
বাড়িঃ পল্লান পাড়া, মধ্য কাঞ্চন নগর।
সপ্তম শ্রেণি, কাঞ্চন নগর বহুমুখী উচ্চ বিদ্যালয়।

No comments

Powered by Blogger.