Header Ads

হাত পাতিবে সবারই ধারে.........

"অসহায় বৃদ্ধ''
নজরুল ইসলাম জিয়া

বৃদ্ধ অসহায় মানুষটি কতবার এসেছে আমারি কাছে একটিবার হাত পাততে,
অসহায় না ভেবে ভেবেছি সবই অভিনয় ফিরিয়ে দিয়েছি শতবার সহায় না করে,
আমি গিয়েছি পরে একটি দিন তার বাড়ির অভ্যন্তরে
দেখেছি তার অনাহার কাতর,
এমনি একটি অবস্থা দেখে আমি নাহি পারিলাম সহিতে,
আর দেরী না করে গিয়েছি তার পাশে ছুটে মানুষটির  হাতে দিতে যাহা ছিল অর্থ কিছু কিনে খেতে,
মানুষটির দরদ বুঝে এলাম তার ধারে গিয়ে,
সব শেষে বাড়ি ফিরতে লাগলাম ভাবিতে ভাবিতে,
এই না হয় আমি দিলাম কিছু টাকা,
আগামীদিনে হবে তার ঘর শূন্য আহার,
যাবে সে বাহিরে ক্ষুধার জ্বালাই
হাত পাতিবে সবারই ধারে,
কেউ দিবে দুই টাকা
কেউ দিবে এক টাকা,
কেউ চাইবে মাফ,
কেউ করিবে আদর,
কেউ ছুড়িবে পাথর,
দিন শেষে যাহা পেল জুটিবে তার খাবার,
একসময় তার ছিল পরিবার মিলবে না একত্রে আহার,
তাই তারা তাদের খিদার জ্বালা মিটাইতে খুঁজিতে আহার
সহিতে না পেরে
দিল অন্য জাগা পাড়ি,
সে এখন একা কেমনই করে রই নির্জন তার বাড়ী,
অতীতে ছিলনা সম্পদ তাই আজ এই হাল তার,
এ কেমন রুপ তার সবই যেন বেহাল,
কি করিবে সে নাহি পেল সংসার,
নাহি পেল পরিবার,
এ একটি আর্তনাদ তার,
আজ করিবো সবে মোরা শপথ
ফিরিয়ে দিবো না কভু তাদের বিপদে,
করিব সাহায্য
করিব সম্মান, নাহি দিবো লাজ।






কবিতা ১১৪

No comments

Powered by Blogger.