Header Ads

দেশটাকে মোরা ভালবাসি

"সুন্দর বাংলাদেশ"
মনি আকতার

সবুজ শ্যামল মোদের দেশ ফসলের ভরা
যেদিকে তাকায় মোরা সোনালী অাঁশ ভরা
কোনো কিছুর অভাব নেই গো মোদের এই দেশে
অাম, জাম, কাঁঠাল লিচু সবকিছু অাছে
ফসল ভরা ধান অাসে, অারো অাছে পাট
সোনালী ধানে মুগ্ধ করে অামাদের বেশ
পাহাড় পর্বত সব অাছে অামাদের দেশে
ঘুরে বেড়ায় খাই মোরা খুব অারাম বেশে
ঝর্ণা অাছে, সাগর অাছে, অারো অাছে নদী
তাই তো মোরা এই দেশ কে খুব ভালবাসি
দালান কোটা সব অাছে অার অাছে বন
পাখিদের কিচিরমিচির ভরে মন
যাবো নাকো কভু মোরা এআ দেশটা ছাড়ি
কারণ মোরা দেশটাকে খুব ভালবাসি।


নামঃ মনি অাকতার
পিতাঃ অালী অাহম্মদ
বাড়িঃ পল্লান পাড়া, মধ্য কাঞ্চন নগর।
দশম শ্রেণি, কাঞ্চন নগর বহুমুখী উচ্চ বিদ্যালয়।


No comments

Powered by Blogger.