Header Ads

প্রেমিক পৃথিবী সমান দুঃখ নিছে.....

শুন হে প্রেমিকা...
             এম এইচ রাজা


প্রেম নামক শব্দের পিছে
কাগজের নৌকায় সমুদ্র জয়ে নেমেছে,
প্রেমিক পৃথিবী সমান দুঃখ নিছে!
প্রেমিকার শো-কেস ভর্তি ব্যস্ত সময় থেকে
আস্ত একটা রাত কিনেছে অজপাড়াতে
গাঁয়ের ছিন্ন বিচ্ছিন্ন জীবন গল্প শুনেছে।

দিনশেষে অ্যাশ-ট্রে ভর্তি জীবন সমান দুঃখে
নিকোটিন পুড়ছে! আবেগের বিরহী সুখে।

নিঃসঙ্গতার সাথেই এদের সখা তাই!
জলে ভেজা রাত্তির, একজোড়া কোলা অাখিঁ ব্যাঙ-টিকটিকির বেপরোয়া বেতালা সুরে
গান শুনাই কুকিঁল পাখি,
গান শুনে বেচারা চাঁদও অসহায়
সেইও ফিকে হয়ে যায়।


প্রেম নেই, প্রেমহীন সমাচার, প্রভাতের বহুদূর,
নেশাগ্রস্থ পৃথিবীর মাতাল সময়ে
প্রেমিক সেরে উঠার ঔষধ সেবন করে যায়।


গায়ে না জড়ানোর শপথে নিলামে তুলে বাজারের ব্যাগ খুলে! যে প্রেম বিক্রি হয় সে প্রেম গায়ে মাখেনি প্রেমিক, জেনে শুনে অথবা ভুলে।


২৩ ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ
৭ সেপ্টেম্বর, ২০১৮ খ্রিস্টাব্দ

No comments

Powered by Blogger.