Header Ads

ঈদুল আযহা খুশীর জোয়ার ভেসে আসা,

"ঈদুল আযহা"
নজরুল ইসলাম জিয়া

ঈদুল আযহা পূর্ণ সুখের লাভের আশা
ঈদুল আযহা আল্লাহর প্রতি ভালবাসা
ঈদুল আযহা রাসূল (সঃ)এর প্রতি ভালবাসা।

ঈদুল আযহা শত্রু শত্রু মিলিত হওয়া,
হিংসা বিদ্বেষ ভুলে যাওয়া
ধনী গরিবের মিলন মেলা,
আত্মীয়স্বজনের বাড়ীতে বেড়াতে যাওয়া
কোরবানি পশুর গোশত বণ্টন করা।

ঈদুল আযহা খুশীর জোয়ার ভেসে আসা,
সুন্দর হালাল পশু জবাই করা
গরিব দুঃখীদের যাকাত দেওয়া
কোরবানি পশু তিনভাগ করা।

ঈদুল আযহা আল্লাহর কাছে প্রার্থনা করা
সকল পাপ মুছে যাওয়া,
হালাল রুজি দিয়ে কোরবানি করা,
সবার সনে কোলাকোলি করা
সকল হিংসা অহংকার ভুলে যাওয়া।

ঈদ খুশিতে মেতে উঠা
চাখড়ি কলেজ স্কুলের ছুটি পাওয়া,
বাজারে গিয়ে কোরবানি পশু কিনা
আনন্দঘন সাবার মুখে হাঁসি ফোটানো।

কবিতা৯৬

No comments

Powered by Blogger.