মুখোশ পড়া কালোবিড়াল তুর পিছু ছাড়বে না.....
খোকা...
পরমেশ দাস
এই খোকা ঘরে আই
ঘরের খোকা ঘরে আই?
তুর পিছু আছে অসংখ্য-চাইয়া,
বুকের সন্তান বুকে আয়।
নইতো খোকা শিকার হবি,আয় সন্তান আয়।
তবু বলি বকা দিলে রাগ করিস না আর,
ঘরের সন্তান ঘরে আয়।
তুর পিছু আছে অসংখ্য চাইয়া,
মুখোশ পড়া কালোবিড়াল তুর পিছু ছাড়বে না, কখনো আর।
তুই ছাড়তে হবে তাদের সংজ্ঞা, নইতো হবে শেষ আর হবে
না কোন রেশ।
ঘরের খোকা ঘরে আয়।
চাঁদের মতো সন্তান পাবো না আর,
কালি বুকে কাঠাতে হবে এইজীবন।
তুকে ছাড়া জীবন অন্য রকম,
আই সন্তান আয়।
ঘরের খোকা ঘরে আয়।
[মায়ের আত্ননাদ ]
No comments