Header Ads

পনের অাগস্ট মনে অাসিলে অাত্ম চিৎকার করিবে মন--

শাড়ির অাঁচলের পয়সা
(বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব-কে উৎসর্গ)
-----------------------------------------------------------------

পছন্দের লেখা সংগ্রহ হাসান রাজা

অানন্দের বেশে এসে বিয়োগে পরিণতি তোমার
তোমার হাতে চন্দ্রমালিকা, নিয়তি মেঘপুঞ্জে ঢাকা
মধুমতী নদীর শীতল হাওয়ায় শান্ত তোমার মন
নদীর পললে জমেছে অজস্র ঝিনুকের বন্ধন।
প্রকুতির অাবিষ্টে তোমার সুন্দর সুরভিত চিত্ত
দেশের তরে প্রকৃতির মতোই উদারে চির মত্ত।
সাদাসিধে জীবন সামান্য কয়েকটি টাকার শাড়ি
গ্রাম্য বালিকা বধূ, রুপোর পয়সা অাচলে রাখি;
শাড়ির অাঁচলের পয়সা বেশিদিন অাচলে নাহি রাখি
স্বামীর প্রয়োজন পড়িলে দু'হাতে দেই ঢালি।
জীবন সঙ্গী দেশের লাগিয়া কঠিন ব্রত লহি--
তাই সন্তানের সমস্ত পোষণ তাহার উপর পড়ি।
সংসারের কর্তা-জন কখনো জেলে, দেশ-বিদেশে ঘুরি
তাহার কোন নাইকো ভরসা; যেথা-হেথা অাবাস গড়ি।
কখনো শূণ্য কলস, কখনো হাতে কড়ির সন্ধান নাহি
এমন বিপদের দিনে বাসায় এসে ব্রতজনেরা ভিড় করি;
রমণীর অারাধ্য বস্তু, ঘরের কোনে ছিল এক টুকরো
তাহা বিক্রি করি,কিছু নিজে রাখি, বাকিটা হস্তগত করি।
--- এমনি ব্রত নিয়ে দেশের টানে, জীবন বাজি রাখি
শত্রু সেনাদের বঙ্গ হইতে চিরতরে বিতাড়ণ করি।
কোমলমতি চিত্ত, সাদাসিধে বধূ, কত বড় ত্যাগে ভাসি--
অর্ধাঙ্গকে রাখেনি অাচলে বন্ধি, দেশব্রতে দিছে ছাড়ি;
এ কত বড় মহত্ব নারীর কাছে; ভেবে কূল নাহি পাই
ভবে অাছে এমন ক' জনাক বসে বসে হিসেব মেলাই।         বেশি ভাবিতে গেলে অশ্রুসিক্ত হইবে নয়ন
পনের অাগস্ট মনে অাসিলে অাত্ম চিৎকার করিবে মন--
হস্ত হইবে মুষ্ঠিবদ্ধ, ক্রোধে ফেঁটে উঠিবে দেহ-মন
নয়নে বহিবে লবন জল, অভিসম্পাতে ডুববে ঘাতকদল।

কবিতা ৯৮

No comments

Powered by Blogger.