Header Ads

আমি চাই বাংলাদেশে কাদঁবে না আর কেউ ত দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলেমিশে বাঁচুক সবে।

"আমি চাই"
আনিসুর রহমান













আমি চাই বাংলাদেশে কাদঁবে না আর কেউ ত দুঃখে,
আমি চাই প্রতিটা মানুষ মিলেমিশে বাঁচুক সবে।
আমি চাই স্কুল শিক্ষার্থী দূর্ঘটনায় থেকে বাঁচুক ভবে,
আমি চাই বাস চালক নিয়ন্ত্রণে বাস চালাবে।
আমি চাই প্রতিটা সড়ক নিয়ন্ত্রণে থাকুক
আমি চাই প্রতিটা শিক্ষার্থীর প্রাণে বাঁচুক।
আমি চাই নয় টাকায় এক জিবি না দিতে,
আমি চাই নিরাপদে সবার জন্য সড়ক দিতে।
আমি চাই ছাত্রসমাজের উপর লাঠি চার্জ না করতে,
আমি চাই তাদের দাবি সম্পূর্ণরুপে মেনে নিতে।
আমি চাই গুজব নামের কোনো বাক্য না ছড়াতে,
আমি চাই পীচঢালার উপর কোনো রক্ত না জড়তে।
আমি চাই নিরাপদে আন্দোলন করুক সবাই,
আমি চাই মিডিয়া সত্য প্রচার করবে টিভির পর্দায়।
আমি চাই ট্রাকের চাকা ছাত্রের প্রাণ না নিতে,
আমি চাই মন্ত্রী সাহেব চেয়ারে বসে না হাসতে।
আমি চাই রফিক,জব্বার এর মত রক্ত না জড়াতে,
আমি চাই শিক্ষার্থী ইজ্জত নিয়ে না খেলতে।
আমি চাই লাইসেন্স বিহীন গাড়ি না চালাতে,
আমি চাই যোগ্য ড্রাইভার বাস চালাবে।
আমি চাই সুদে ঘুষে লেনা-দেনা,
আমি চাই এখন থেকে সব কিছু আর হবে না।
আমি চাই শিক্ষাঙ্গনে মিনি বাস দিতে হবে,
আমি চাই শিক্ষার্থী শান্তিতে ক্লাস করবে।
আমি চাই সবাই চাই নিরাপদ সড়ক থাকুক,
আমি চাই সবাই চাই জীবনটা বাঁচুক।

No comments

Powered by Blogger.