কত স্বপ্ন কত আশা, করছি ভালবাসা।
ভুতুড়ে কল
এম, এ, কাশেম
কল এসেছে আধা রাতে,
মেয়ে কন্ঠে বলে-
শেষ কথাটি বলে যাচ্ছি,
মরব ডুবে জলে।
কত স্বপ্ন কত আশা,
করছি ভালবাসা।
বিয়ে করে বুঝতে পারলাম,
জীবনে দুঃখ বাঁধল বাসা।
কত স্বপ্ন দেখাইলে আমায়,
লেখছ ডায়েরীর পাতা,
বিয়ে করে ভুলে গেলে
অতীতের সব কথা।
রাণীর সাজে রাখবে আমায়,
দেখবে পাড়ার লোক,
চুলার ধোঁয়ায় কালো হচ্ছি,
পাইনি রাণীর সুখ।
দৌঁড়ে গেলাম পুকুর পাড়ে,
এদিক ওদিক তাকাই
বউটি আমার কোথায় গেল,
কোন দিকে যে পাই।
ক্লান্ত শ্রান্ত চিন্তায় বিভুর
বউ আমার যে পাইনি,
এতক্ষণে মনে পরল
আরে আমি-তো বিয়েই করিনি !
কবিতা ১২৯
No comments