আমি আর স্বপ্ন দেখি না, কারণ সুখের সাথে যে আমার আঁড়ি
"দুঃখ ভরা দুঃখী"
এম, এ, কাশেম
কবিতা ১০৩
"বাসে আগুন"
এম এ কাসেম
বলব আমি মূর্খ তুদের,
এম, এ, কাশেম
আমি আর দুঃখ কিনি না
দুঃখের ফেরীওয়ালা আমার কাছে আর আসে না।
বাড়ী ঘেসে ওই বাড়ী চলে যায়।
আর আমার কাছে আসে না।
কেন আসবে সে?
সুখের সাথে যে আমার আঁড়ি।
তার সাথে ভাব থাকলেই যে, দুঃখ আসবে আমার বাড়ী।
আমি আর স্বপ্ন দেখি না,
কারণ সুখের সাথে যে আমার আঁড়ি,
তার সাথে যে ভাব থাকলেই,
স্বপ্নও আসবে আমার বাড়ী।
ধুকে ধুকে মনটাকে কুরে কুরে খাই,
এসবই ভেবে ভেবে জীবনটা ক্ষয়।
এভাবেই অপেক্ষা, একদিন আসবে মরণ,
স্বপ্ন, সুখ, দুঃখ সব মিলিয়ে মানুষের জীবন,
"বাসে আগুন"
এম এ কাসেম
নেতার দুষ কি নীতির দুষ,
পাবলিক চারদিকে দৌড়ায়।
হুট করে কিছু হলে,
বাস কেন জ্বালায়?
বলব আমি মূর্খ তুদের,
নেতার কথা ফালাই,
আগুন দিয়ে লাভ কি তুদের।
বাস দিয়ে যে অনেকের পেট চালাই।
কান কথাতে না দৌড়ানো,
এতেই তুদের ভালাই।
সিট হারালে চিনবে না তুদের,
বিদেশে গিয়ে পালাই।
কিয়ামতের দিন হিসাব নিবে,
ভাঙ্গবে পিটের মালায়।
হুট করে কিছু হলে,
বাস কেন জ্বালায়?
কবিতা ১০৪
No comments