চারিদিকে হৈ-চৈ গরুবাজার, গরুবাজার। কোরবানির পশু
"কোরবানির ঈদ"
জাহেদুল আলম।
চারিদিকে হৈ-চৈ গরুবাজার, গরুবাজার।
কোরবানির পশু কিনতে ক্রেতারা সব দিশেহারা।
কেউ কিনে গরু, কেউ বা কিনে ছাগল। এভাবেই শুরু হয় কোরবানি ঈদ এর আমেজ।
চমুরহাট থেকে,বিবিরহাট পর্যন্ত ক্রেতাদের ঢ্ল, দুর্বার গতিতে ছুটে চলে তারা ক্রয়-বিক্রয়ের লক্ষ্যে পানে।
পরিশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আসে সেই দিন।
ঈদের নামাজ শেষে আল্লাহ্র নৈকট্য লাভের উদ্দেশ্যে ছুটে চলে প্রাণপন মুসলমান।
জবাইকৃত পশুর গোশত স্বজনপ্রীতি,প্রতিবেশী ও এতিম-মিসকিনদের বন্টন করে, যাতে করে ধনী গরিবের মধ্যে না থাকে কোন মালিন্য,
সব মালিন্য দূর হয়ে যাক আজ এই কোরবানির ঈদে।
জাহেদুল আলম।
চারিদিকে হৈ-চৈ গরুবাজার, গরুবাজার।
কোরবানির পশু কিনতে ক্রেতারা সব দিশেহারা।
কেউ কিনে গরু, কেউ বা কিনে ছাগল। এভাবেই শুরু হয় কোরবানি ঈদ এর আমেজ।
চমুরহাট থেকে,বিবিরহাট পর্যন্ত ক্রেতাদের ঢ্ল, দুর্বার গতিতে ছুটে চলে তারা ক্রয়-বিক্রয়ের লক্ষ্যে পানে।
পরিশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আসে সেই দিন।
ঈদের নামাজ শেষে আল্লাহ্র নৈকট্য লাভের উদ্দেশ্যে ছুটে চলে প্রাণপন মুসলমান।
জবাইকৃত পশুর গোশত স্বজনপ্রীতি,প্রতিবেশী ও এতিম-মিসকিনদের বন্টন করে, যাতে করে ধনী গরিবের মধ্যে না থাকে কোন মালিন্য,
সব মালিন্য দূর হয়ে যাক আজ এই কোরবানির ঈদে।
No comments